পুরভোট ঘিরে উত্তপ্ত কলকাতার একাধিক জায়গা। ভোটের মাঝেই চলছে অবরোধ এবং বিক্ষোভ। বাঘাযতীন মোড়ে বামেদের অবরোধ-বিক্ষোভ। বিক্ষোভে দেখা গেল শমীক লাহিড়ীকে।
পুরভোট ঘিরে উত্তপ্ত কলকাতার একাধিক জায়গা। ভোটের মাঝেই চলছে অবরোধ এবং বিক্ষোভ। বাঘাযতীন মোড়ে বামেদের অবরোধ-বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। শমীক লাহিড়ীর উপস্থিতিতে চলে বামেদের অবরোধ-বিক্ষোভ। প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই শুরু কলকাতা পুরভোট। কড়া নিরাপত্তায় কলকাতায় শুরু হয় পুরভোট। মোট ১৪৪ টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। মোতায়েন রয়েছে সাড়ে ২৩ হাজার পুলিশ। চলছে স্পেশাল কুইক রেসপন্স টিমের নজরদারি। তার মধ্যেই বেশ কিছু জায়গায় অশান্তির ছবি উঠে আসে। বেশ কিছু জায়গায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠেছে। কলকাতা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে অশান্তির অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে রাস্তায় নামে সিপিএম-এর কর্মী এবং সমর্থকরা। ছাপ্পা ভোটের অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বামেরা। ভোটের মাঝেই চলছে অবরোধ এবং বিক্ষোভ। বাঘাযতীন মোড়ে বামেদের অবরোধ-বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। শমীক লাহিড়ীর উপস্থিতিতে চলে বামেদের অবরোধ-বিক্ষোভ।