১৯ ডিসেম্বরই পুরভোট হবে কলকাতায়, জানাল হাইকোর্ট। পুরভোটে কোনওরকম স্থগিতাদেশ নয়,স্পষ্ট জানাল আদালত। সংবিধান মেনে যত দ্রুত সম্ভব ভোট করতে হবে। বিজেপির স্থগিতাদেশের আর্জি খারিজ করল আদালত।
১৯ ডিসেম্বরই পুরভোট হবে কলকাতায়, জানাল হাইকোর্ট। পুরভোটে কোনওরকম স্থগিতাদেশ নয়,স্পষ্ট জানাল আদালত। সংবিধান মেনে যত দ্রুত সম্ভব ভোট করতে হবে। বিজেপির স্থগিতাদেশের আর্জি খারিজ করল আদালত। ইতিমধ্যেই জোর কদমে চলেছে ভোটের প্রচার। প্রসঙ্গত, বুধবার কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয়, সাফ জানিয়েদিল কলকাতা হাইকোর্ট। যত দ্রুত এবং যত কম দফায় সম্ভব নির্বাচন করতে হবে বলে জানিয়েছে আদালত। অন্যান্য সব পুরসভাগুলিতে কবে ভোট হবে তাও যত শীঘ্র সম্ভব জানাতে হবে। ২৩ ডিসেম্বরের মধ্যে আদালতকে জানাতে হবে বলেও জানান হয় এদিন। রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে আলোচনা করে জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতা পুরসভার ভোট। জোর কদমে চলেছে এখন তার প্রস্তুতি। আর কোলকাতার ভোটের আগেই পুরভোট মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।