রবিবার সকাল থেকেই কলকাতায় শুরু হয়ে যায় ভোট। ভোট শুরু হতে না হতেই অশান্তির অভিযোগ উঠে আসতে শুরু করে। ভোট ঘিরে অশান্তির অভিযোগ উঠেছে একাধিক জায়গায়। সেই সব অশান্তির অভিযোগ ওড়ালেন ফিরহাদ।
রবিবার সকাল থেকেই কলকাতায় শুরু হয়ে যায় ভোট। ভোট শুরু হতে না হতেই অশান্তির অভিযোগ উঠে আসতে শুরু করে। ভোট ঘিরে অশান্তির অভিযোগ উঠেছে একাধিক জায়গায়। সেই সব অশান্তির অভিযোগ ওড়ালেন ফিরহাদ। সব অশান্তিকে 'নাটক হচ্ছে' বলে ব্যাখ্যা ফিরহাদের। তিনি বলেন যা অশান্তি হচ্ছে সবটাই ইচ্ছাকৃত করা হচ্ছে। আসলে কোনও অশান্তি হচ্ছে না। শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে বলেও জানান তিনি। এই প্রসঙ্গে সোজা বিজেপির দিকেই আঙুল তোলেন ফিরহাদ হাকিম। কলকাতায় বিস্ফোরণের ঘটনা নিয়ে ফিরহাদ বলেন, সবটাই ইচ্ছা করেই করা হচ্ছে, তবে শান্তিপূর্ণই ভোট হচ্ছে। সাধারণ মানুষকে ভোট দিতে না দেওয়ার জন্যই এমনটা করা হচ্ছে বলেই স্পষ্ট বলেন তিনি। 'যথেষ্ট পুলিশ মোতায়েন রয়েছে', বললেন ফিরহাদ। চেতলার মানুষের কাছে ভোট উৎসবের মতো তাই শান্তিপূর্ণ ভাবেই সেখানে যে ভোট হচ্ছে সে কথা সাফ জানিয়েদেন ফিরহাদ।