কলকাতার মোট ১১ টি কেন্দ্রে ভোট গণনা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি। সকাল থেকেই গণনা কেন্দ্রে দেখা গেল ফিরহাদ হাকিমকে। ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় সাজো সাজো রব। কলকাতার মোট ১১ টি কেন্দ্রে রয়েছে ভোট গণনা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি। সকাল থেকেই গণনা কেন্দ্রে দেখা গেল ফিরহাদ হাকিমকে। ১৩ থেকে ১৬ রাউন্ডে গণনা। করোনা বিধি মেনেই সকাল ৮টা থেকে শুরু ভোট গণনা। ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। '১৩০-এর বেশি ওয়ার্ডে জিতবে তৃণমূল'। তৃণমূলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ফিরহাদ হাকিম। অন্যদিকে, ভোটের পরহ থেকেই আন্দোলনে নামে তৃণমূল বিরোধী দলগুলি। ছাপ্পা ভোটের অভিযোগ তুলে পুননির্বাচনের দাবি জানায় বিরোধী দলগুলি। পুরভোটির দিনই রাজ্য নির্বাচন কমিশনের দফতরে পৌঁছয় বিজেপি। সোমবার বিজেপির রাজ্য সদর দফতর মুরলিধর সেন লেনের সামনে বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এদিনই বিক্ষোভ দেখান সিপিএম ও কংগ্রেস কর্মীরা।