এক সপ্তাহের মধ্যেই পর্ণশ্রী খুন-এর কিনারা করল কলকাতা পুলিশ। গত সোমবারই পর্ণশ্রীর সেনপল্লি এলাকায় একটি বহুতলে বছর চল্লিশের সুস্মিতা মণ্ডল ও তাঁর ছেলে বছর বারোর তমোজিতের গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় ধৃত মৃতার দুই মাসতুতো ভাই । সূত্রের খবর, টাকা লুঠের উদ্দেশ্যেই দিদিকে খুন করে তারা। ছেলে দেখে ফেলায় খুন করা হয় তাকেও। এ নিয়ে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মুরলীধর শর্মা জানান, জেরায় ধৃতেরা স্বীকার করেছে অপরাধ। দিদির গয়না হাতাতেই খুন বলে জানাচ্ছে লালবাজার। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। রবিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার জানায় এই কথা।
এক সপ্তাহের মধ্যেই পর্ণশ্রী খুন-এর কিনারা করল কলকাতা পুলিশ। গত সোমবারই পর্ণশ্রীর সেনপল্লি এলাকায় একটি বহুতলে বছর চল্লিশের সুস্মিতা মণ্ডল ও তাঁর ছেলে বছর বারোর তমোজিতের গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় ধৃত মৃতার দুই মাসতুতো ভাই । সূত্রের খবর, টাকা লুঠের উদ্দেশ্যেই দিদিকে খুন করে তারা। ছেলে দেখে ফেলায় খুন করা হয় তাকেও। এ নিয়ে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মুরলীধর শর্মা জানান, জেরায় ধৃতেরা স্বীকার করেছে অপরাধ। দিদির গয়না হাতাতেই খুন বলে জানাচ্ছে লালবাজার। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। রবিবার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার জানায় এই কথা।