করোনার বাধা কাটিয়ে অবশেষে ঢাকে পড়ল কাঠি। কলকাতায় এখন সাজো সাজো রব। পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে অনেক দিনই হল। এবার পুজোরও উদ্বোধন হয়ে গেল। সোমবার চেতলা অগ্রণীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাবিধি মেনেই ওই দিন সেখানে পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ওই দিন বিকেল চারটে নাগাদ নজরুল মঞ্চে দলীয় মুখপত্র জাগো বাংলার পুজো সংখ্যার উদ্বোধন করেন তিনি। তার পরে সেখান থেকেই তিনি চেতলায় যান। সেখানে গিয়ে হাতে রঙ-তুলি নিয়ে মা দুর্গার চোক্ষুদানও করেন তিনি।