রাজ্যের দাবিদাওয়া নিয়েই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। দিল্লি রওনা দেওয়ার কলকাতা বিমানবন্দরে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিভিন্ন খাতে কেন্দ্রের কাছ থেকে রাজ্যে যে অর্থ পাওনা রয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হবে তাঁর। রাজ্যের নতুন নামকরণ নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বিভিন্ন এয়ার ইন্ডিয়া, বিএসএনএল- এর মতো বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ নিয়েও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত প্রায় দেড় বছর পর বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা নির্বাচনের পরেও নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রীর। অনেকদিন বাদে যেহেতু মমতা দিল্লি যাচ্ছেন, তাই তাঁর রাজনৈতিক কর্মসূচির দিকেও নজর রয়েছে সকলের।