ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। ইউক্রেন থেকে পড়ুয়ারা ফিরে এসেছে দেশে। ভারতে ফিরে ভবিষ্যত নিয়ে চিন্তায় এখন ঘুম উড়েছে পড়ুয়াদের। এবার তাঁদের কথা ভেবেই একাধিক ঘোষণা মমতার। বুধবার ইউক্রেন থেকে আগত পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন মমতা।
ভয়াবহ পরিস্থিতি ইউক্রেনে। ইউক্রেন থেকে পড়ুয়ারা ফিরে এসেছে দেশে। ভারতে ফিরে ভবিষ্যত নিয়ে চিন্তায় এখন ঘুম উড়েছে পড়ুয়াদের। এবার তাঁদের কথা ভেবেই একাধিক ঘোষণা মমতার। বুধবার ইউক্রেন থেকে আগত পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন মমতা। দেখা করে তিনি জানান, একজন পড়ুয়া তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন আর সেই কারণেই এদিন ইউক্রেন থেকে আগত পশ্চিমবঙ্গের সমস্ত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে ইউক্রেন থেকে আগত পড়ুয়াদের জন্য একাধিক ঘোষণা মমতার। 'ইউক্রেন থেকে আগত পড়ুয়ারা এবার রাজ্যেই পড়তে পারবেন', জানান মমতা। ইউক্রেন থেকে আগত ডাক্তারি পুড়ুয়ারা রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ইন্টার্নশিপেরও সুযোগ পাবে। ইন্টার্নশিপের জন্য স্টাইপেনও পাবেন তাঁরা, জানালেন মমতা। এছাড়াও এদিন আরও নানান ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক দিক থেকে যাতে কোনওরকম সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই সব ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন মমতা। সেই সঙ্গেই সিট বাড়ানোর কথাও ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।