দাদার জন্মদিনে মেতেছে তাঁর ভক্তরা থেকে শুরু করে অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে। করোনার জেরে তবে এবার ছোট করেই জন্মদিন। জন্মদিনে এমনটাই বলতে শোনা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় -কে। এবার তাঁরই জন্মদিনে তাঁর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ থেকে বেরিয়েও আসতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। শুধু মুখ্যমন্ত্রীই নন দাদার জন্মদিনে উপহার পাঠালেন রাজ্যপাল। রাজভবন থেকে একটি গাড়ি গিয়ে তাঁর বাড়িতে ফুল ও কেক পৌঁছিয়ে দেয়।