সপ্তাহের শুরুতেই মহানগরের বুকে ভয়াবহ ঘটনা। আগুন লাগে পূর্ব রেলের কয়লাঘাট বিল্ডিংয়ে। স্ট্র্যান্ড রোডে অবস্থিত দীর্ঘ দিনের পুরোনো এই ভবন। তারই ১৩ তলায় আগুন লেগে যায়। ঘটনায় ৪ দমকল কর্মীর মৃত্য হয়। এছাড়াও ১ পুলিশ অফিসারের মৃত্যু হয়। মৃত্যু হয়েছে ১ জন আরপিএফ জওয়ানেরও। সেই ঘটনাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সেখানে গিয়েই আক্ষেপ প্রকাশ পায় তাঁর কথায়। জানান, লিফ্ট ব্যবহার না করলে এমনটা হত না। রেলের কোনও রকম সহযোগিতা পাননি। এমনটাও বলতে শোনা যায় তাঁকে। তবে দুর্ঘটনা নিয়ে রাজনীতি নয়, বলেন তিনি। মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মমতা। পরিবার পিছু ১০ লক্ষ টাকা দেওয়া হবে, জানিয়েছেন মমতা।