এদিন তিনি সাধারণ মানুষকে পাশে থাকার বার্তাও দেন। সেই সঙ্গেই করোনা আবহে মাস্ক পরার বার্তাও দেন তিনি। অন্যদিকে সামনেই রয়েছে নতুন বছর এবং বড়জিন। বক্তব্যের শেষে এদিন তাই সকলের উদ্দোশ্যে বড়দিন এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবারই গোয়া থেকে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরেই ফুলবাগানের জনসভায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলবাগানের জনসভার মঞ্চে দাঁড়িয়ে একাধিক কথা বলতে শোনা যায় তাঁকে। এদিন তিনি বলেন, বাংলা বিশ্বের সেরা, এই বাংলায় রয়েছে কলকাতা। কলকাতার দিকেই সকলে তাকিয়ে রয়েছে বলতেও শোনা যায় তাঁকে। কলকাতা এ১ সিটি। 'কলকাতার মানুষ যা ভাবছে তা সারা ভারতবর্ষের মানুষকে ভাবাবে', বলেন মমতা। কলকাতার মানুষের একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার, এদিনের মঞ্চে দাঁড়িয়ে বলেন মমতা। প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর রয়েছে কলকাতা পুরসভার ভোট তার আগেই বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন তিনি সাধারণ মানুষকে পাশে থাকার বার্তাও দেন। সেই সঙ্গেই করোনা আবহে মাস্ক পরার বার্তাও দেন তিনি। বক্তব্যের শেষে সকলকে বড়দিন এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা জানান।