ক্রমেই রাজ্যে বাড়ছে ডেঙ্গুর দাপট। এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুরসভার এক আধিকারিকের। দিন যত যাচ্ছে ততই ভয়ঙ্কর আকার ধারণ করছে এই মশাবাহিত রোগ। সূত্রের খবর ইতমিধ্যে কলকাতা শহরের অন্তত আড়াই হাজার বাসিন্দা মশাবাহিত রোগে আক্রান্ত।
ক্রমেই রাজ্যে বাড়ছে ডেঙ্গুর দাপট। এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুরসভার এক আধিকারিকের। দিন যত যাচ্ছে ততই ভয়ঙ্কর আকার ধারণ করছে এই মশাবাহিত রোগ। সূত্রের খবর ইতমিধ্যে কলকাতা শহরের অন্তত আড়াই হাজার বাসিন্দা মশাবাহিত রোগে আক্রান্ত। ডেঙ্গির প্রকোপ রোধে পুরসভার তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। চলছে এলাকা পরিষ্কার রাখা, ব্লিচং ছড়ানোর মত কাজগুলি। তা সত্ত্বেও কমছে না রোগের প্রকোপ। এজন্য মানুষের মধ্যে সচেতনতার অভাবকেই কাঠগড়ায় তুলেলন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি ডেঙ্গু নিয়ে কোনও তথ্য গোপন করা হচ্ছে না বলেও দাবি করেন ফিরহাদ হাকিম।