পুজো মানেই প্যান্ডেল হপিং। আর তাতেই এবার নিষেধাঞ্জা জানিয়েছে হাইকোর্ট। করোনা সংক্রমণ আটকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে আবারও বদলাতে পারে সেই নিয়ম। হাইকোর্টের রায়কে পুনর্বিবেচনা আর্জি জানিয়েছে এবার ফোরাম অফ দুর্গোৎসব কমিটি। মঙ্গলবার ফোরাম অফ দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি কাছে আবেদন জানিয়েছেন তারা। তিনি জানিয়েছেন বাঙালির শেষ্ঠ উৎসব দুর্গা পুজো। যার অপেক্ষায় সারা বছর বসে থাকে গোটা বাংলার মানুষ। আর ঠিক সেই কারণেই পুজো মন্ডপে অন্তত ১০০ জনের বেশি দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।