মোমিনপুর যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করেছিল পুলিশ , এর প্রতিবাদে ভি আই পি রোড জোড়ামন্দির ক্রসিং এ বিকাল ৩টায় রাস্তা অবরোধ বিজেপি কর্মী সমর্থকরা
মোমিনপুর যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করেছিল পুলিশ | এর প্রতিবাদে ভি আই পি রোড অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা , ভি আই পি রোড জোড়ামন্দির ক্রসিং এ বিকাল ৩টায় রাস্তা অবরোধ করে তারা | দলীয় পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখায় | ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ | এর পর তাদের অবরোধ উঠে যায় |