এবার দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দ্বন্দ্বের কথা ফুৎকারে ওড়ালেন মুকুল রায়। বিজেপি নেতার দাবি,এসবই বিরোধী রাজনৈতিক দলগুলির যড়যন্ত্র। এর মধ্য়ে কোনও সারবত্তা নেই। মুকুল রায়ের মতে,২১শের নির্বাচনে বিজেপিকে সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে। অন্য়থায় বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না। সম্প্রতি বিজেপিতে দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায়ের দ্বন্দ্ব নিয়ে জোর জল্পনা শুরু হয়। বলা হতে থাকে, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে যোগ্য সম্মান পাচ্ছেন না মুকুল রায়। যার ফলে ফের তৃণমূলে ফিরতে চাইছেন তিনি। যদি মুকুল রায় বলেছেন, তিনি বিজেপিতেই থাকছেন। তৃণমূলে তিনি ফিরছেন না। এসবই সংবাদ মাধ্য়ম খবর তৈরির জন্য় করছে।