প্রতিদিন বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। বেহালায়ও অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন। করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে কষ্ট পাচ্ছেন অনেকেই। এমনকি মৃত্যুর ঘটনাও সামনে উঠে আসছে। সেই সমস্ত করোনা আক্রান্তদের কথা ভেবেই এবার নয়া উদ্যোগ বেহালায়। বেহালার ক্লাব অরবিন্দ পল্লির উদ্যোগে খোলা হল একটি অক্সিজেন পার্লার। ২৪ ঘন্টা দু'জন নার্সের ব্যবস্থাও করা হয়েছে সেখানে। ২৪ ঘন্টা সেখানে অক্সিজেন মিলবে।