অনশনকারী পার্শ্ব শিক্ষকদের পাশে আহারে বাংলা মেলা করায় তীব্র প্রতিবাদ জানালেন অনশনকারীরা। পার্শ্ব শিক্ষকদের অভিযোগ,এত জায়গা থাকতে ইচ্ছে করে অভুক্ত আন্দোলনকারী শিক্ষকদের পাশে এই মেলা করেছে রাজ্য সরকার।
অনশনকারী পার্শ্ব শিক্ষকদের পাশে আহারে বাংলা মেলা করায় তীব্র প্রতিবাদ জানালেন অনশনকারীরা। পার্শ্ব শিক্ষকদের অভিযোগ,এত জায়গা থাকতে ইচ্ছে করে অভুক্ত আন্দোলনকারী শিক্ষকদের পাশে এই মেলা করেছে রাজ্য সরকার। রাজ্যবাসীর কাছে অনশনরত শিক্ষকদের আবেদন, আহারে বাংলায় না গিয়ে পার্শ্ব শিক্ষকদের পাশে দাঁড়াক মানুষ। রাজ্য সরকারের এই অমানবিকতার বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁডা়নোর আহ্বান জানিয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। হাইকোর্টের অনুমতি পেয়ে বর্তমানে নিজেদের দাবি দাওয়া নিয়ে বিকাশ ভবনের সামনে ধরনায় বসেছেন পার্শ্ব শিক্ষকরা।