বুধবার দুপুরে টানা বৃষ্টির জেরে জলমগ্ন চিনার পার্ক। সেখানকার রাস্তায় প্রায় হাঁটু সমান জল। যার জেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছ সেখানে। জমা জলের জেরে যানজটের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থেকে নিউটাউন যাওয়ার অন্যতম মূল রাস্তা এবং নিউটাউন থেকে ভিআইপি গামী রাস্তায়। 30 মিনিটেরও বেশি সময় আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। বিজেপি নেতা সব্যসাচী দত্ত এই নিয়ে জানিয়েছেন, জল নামানোর চেষ্টা চলছে। টানা বৃষ্টির জেরেই জল জমেছে।