কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজির জন্ম দিবস উপলক্ষেই তাঁর কলকাতায় আগমণ। কলকাতায় একাধিক কর্মসূচি তাঁর। কলকাতায় নেতাজির বাড়িতেও তিনি যান। ন্যাশানাল লাইব্রেরিও তিনি ঘুরে দেখেন। এছাড়াও ভিক্টোরিয়ায় তাঁর বিশেষ অনুষ্ঠান। তাঁর আগে ঘুরে দেখেন ভিক্টোরিয়া। আর দেশের প্রধানমন্ত্রীকে দেখতে মহানগরের রাস্তায় ঢল মানুষের। মোদীজি -কে দেখে উচ্ছাসিত মানুষজন।