জলাভূমির উপরে বেআইনি চূণের কারখানা। পরিবেশ নিয়মকে বুড়ো আঙুল। চুল্লি থেকে বের হওয়া বিষাক্ত গ্যাস। আর তা ছড়িয়ে পড়ছে এলাকায়। এই চূণ তৈরির চুল্লির কাছেই রয়েছে দুটি প্রাথমিক স্কুল। যার ফলে এই বিষাক্ত গ্যাসে আক্রান্ত ছোট-ছোট পড়ুয়ারাও। সকলেই এই বিষাক্ত চুল্লির জন্য স্থানীয় প্রধান গোরাচাঁদ নস্করকেই দায়ী করেছেন। এলাকার মহিলারা স্থানীয় রাজনৈতিক দল থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত কেউই এই বিষাক্ত গ্যাসের চুল্লি সরাতে সাহায্য করেনি। তাই এলাকার মানুষজন চাইছেন অবিলম্বে এই চুল্লি ভেঙে দিতে। এশিয়ানেট নিউজের পক্ষ থেকে স্থানীয় বিধায়ক ফিরদৌসি বেগমের সঙ্গেও কথা বলা হয়েছিল। তিনি জানিয়েছেন, এই চুল্লি নির্মাণের খবর তাঁর কাছে ছিল না। তবে, চুল্লি-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেছেন।