রাতের অন্ধকারে মুখোশধারী বহিরাগতদের তাণ্ডব, রক্তাক্ত দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের ভিতরেই লাঠির আঘাতে মাথা ফাটল ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। আক্রান্ত আরও অনেক পড়ুয়া। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে আঁচ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। রবিবার রাতেই মিছিল বের করেছিলেন পড়ুয়ারা। সোমবার দুপুর প্রতিবাদসভার আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ও লাগোয়া এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ।