মণীশ শুক্লা খুনের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। বৃহস্পতিবার সেই নবান্ন অভিযান রণক্ষেত্রর চেহারা নেয়। নবান্ন অভিযান আটকাতে মোতায়েন করা হয় পুলিশ। তার জেরেই ব্যাহত হয় যান চলাচল। ভোগন্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এই পুলিশ মোতায়েন নিয়েই কটাক্ষ করলেন অর্জুন সিং। জানালেন এমন রাজনীতি তিনি দেখেননি আগে। মূখ্য মন্ত্রীর পায়ের নীচের মাটি সড়ে যাচ্ছে বলেও তিনি জানালেন।