রোজভ্যালি কাণ্ডে সল্টলেকের ইডি অফিসে হাজিরা দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বেআইনি ওই অর্থ লগ্নি সংস্থার সঙ্গে প্রসেনজিতের সংস্থার প্রায় সাত কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছিল বলে ইডি সূত্রে খবর। এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই অভিনেতাকে তলব করেছিল ইডি। এ দিন সকালে ইডি দফতরে আসেন প্রসেনজিৎ। যদিও, সেখানে ঢোকার সময়ে সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি তিনি।
বৃহস্পতিবার ওই একই মামলার তদন্তে ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দীর্ঘক্ষণ ইডি অফিসে থাকলেও বেরনোর সময় অভিনেত্রী দাবি করেন, তাঁর দেওয়া তথ্য এবং উত্তরে সন্তুষ্ট হয়েছেন গোয়েন্দারা।