হেঁটে নয় এবার ঠাকুর দেখুন নেটে। বিশ্বব্যাপি অতিমারির কারণে পুজো থেমে থাকেনি কোথাও। থামেনি কলকাতার কোনও বড় পুজোও। তবে এবার দর্শক শূন্য থাকছে কলকাতার সব মন্ডপই। কলকাতা হাইকোর্টের এই রায়কে মানতে পারেনি অনেক বড় পুজো কমিটি। তবে এই রায়কে প্রথমেই স্বাগত জানিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার। তারাই প্রথম দর্শক শূণ্য মন্ডপের সিদ্ধান্ত মেনে নেয়। আর সেই মতই ষষ্ঠীতে দর্শক শূ্ণ্য অবস্থাতেই দেখা গেল মন্ডপ। অন্যান্য বছরে যেখানে ভিড়ে পা ফেলা যায়না সন্তোষ মিত্র স্কোয়ারের মন্ডপে এবছর সেখানে ছবিটা একেবারেই অন্যরকম। খাঁ খাঁ করছে এবার সেখানকার মন্ডপ। সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবেই তাদের এই সিদ্ধান্ত। তবে তাদের আশা আগামি বছর আবার আগের মতই দর্শক শূণ্য নয়, মন্ডপ আবারও ভরে উঠবে দর্শক সমাগমে।