রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ঢুকতে বাধা বিজেপিকে। এমনটাই অভিযোগ আনে বিজেপির কর্মী-সমর্থকরা। পাল্টা নেতারাও জোর করে কমিশনের দফতরে ঢুকতে চায়। নির্বাচন কমিশনের দফতরের সামনেই শুরু হয় বচসা-ধাক্কাধাক্কি।
রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ঢুকতে বাধা বিজেপিকে। এমনটাই অভিযোগ আনে বিজেপির কর্মী-সমর্থকরা। পাল্টা নেতারাও জোর করে কমিশনের দফতরে ঢুকতে চায়। নির্বাচন কমিশনের দফতরের সামনেই শুরু হয় বচসা-ধাক্কাধাক্কি। রবিবার এই ঘটনায় পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান শুভেন্দু। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় কলকাতা পুলিশের এক্তিয়ার নিয়েও প্রশ্ন ওঠে। প্রশ্ন তোলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে তিন জনকে সঙ্গে নিয়ে ভিতরে ঢোকার অনুমতি মেলে। প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই পুরভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার একাধিক জায়গা। পুরভোটকে কেন্দ্র করেই উত্তেজনার মাঝেই শুভেন্দুর বাড়ি ঘেরাও করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। রবিবার বিজেপির কর্মীদের সঙ্গে বৈঠক ছিল শুভেন্দু অধিকারীর। বৈঠক চলাকালীন শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করার অভিযোগ। এরপরেই এদিনই রাজ্য নির্বাচন কমিশনের দফতের সামনেই আবারও পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান বিজেপি নেতা শুভেন্দু অধাকারী।