এক মাসেরও বেশি সময় অন্তরালে থাকার পরে অবশেষে প্রকাশ্যে এলেন রাজীব কুমার। এ দিন আলিপুর আদালতে জামিন নিতে যান রাজ্যের এডিজি সিআইডি। গত মঙ্গলবার সারদা কাণ্ডে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তার পরই এ দিন হাইকোর্টের নির্দেশে আলিপুর আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন আইপিএস অফিসার। যদিও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি এই পুলিশকর্তা।
জামিন পেলেও অবশ্য এ দিন রাজীব কুমারের চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট ছিল। গত একমাস যাবৎ সিবিআই-এর সঙ্গে স্নায়ুর লড়াইয়ের প্রভাব যে তাঁর স্বাস্থ্যের উপরেও পড়েছে, এ দিন তাও বোঝা গিয়েছে।