রাজীব গান্ধীর জন্মদিনে এক নতুন উদ্যোগ নিল কলকাতার কিছু মানুষ। স্যানিটাইজেশনের মধ্যমে পালন করা হল তাঁর জন্মদিন। ২০ অগাস্ট জন্মদিন রাজীব গান্ধীর আর সেই দিনই লকডাউন তাই এমন উদ্যোগ। যাতে লকডাউন অমান্য করতে না হয় তাই গভীর রাতে এই কাজ করা হয়। স্যানিটাইজেশনের কাজ শুরু হয় সদ্য প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্র-র আমহার্স্ট স্ট্রিটের বাড়ির সামনের মূর্তি দিয়ে। তার পরে একে একে কলকাতার বিভিন্ন জায়গায় থাকা রাজীব গান্ধীর মূর্তি স্যানিটাইজ করে মাল্যদান করাহয় তাতে। আই এন টি ইউ সি কর্মীরা পিপিই পরেই করেন সম্পূর্ণ স্যানিটাইজেশনের কাজ। প্রথমে স্যানিটাইজ করা হয় বিভিন্ন জায়গায় থাকা রাজীব গান্ধীর মূর্তি তারপরে তাতে মাল্যদানও করা হয় রাতের অন্ধকারেই।