বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ইডির দফতরে হাজিরা দেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রোজভ্যালি সংস্থার সঙ্গে বিশাল অঙ্কের টাকা লেনদেন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এদিন দীর্ঘ আট ঘন্টা জেরার পর প্রকাশ্যে মুখ খোলেন তিনি।
ইডির দফতর থেকে বেড়িয়ে ঋতুপর্ণা জানান, তাঁর সংস্থা ভাবনা আজ ও কাল-এ বেশ কয়েকদিন আগে চিঠি পাঠানো হয়। কারণ রোজভ্যালির সঙ্গে এই সংস্থার কিছু কাজ হওয়ায় আর্থিক লেনদেন হয়। তিনি সব প্রশ্নের উত্তর দিয়েছেন। বিষয়টা এখন পরিষ্কার। ভবিষ্যতে কোনও সহযোগিতার প্রয়োজন হলে তাঁর অ্যাকাউন্টেন্ট উপস্থিত থাকবেন।