গত বৃহস্পতিবার ভাটপাড়ায় দুষ্কৃতী তাণ্ডব ও পুলিশি ধরপাকড়ের মধ্যে গুলির আঘাতে মারা যান রমেন্দ্র সাউ নামক জনৈক ফুচকা বিক্রেতা। প্রাণ যায় ধর্মেন্দ্র সাউ নামক অন্য এক যুবকেরও। পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন মৃতের পরিবার সংবাদমাধ্য়মের সামনে নিজেদের ধরে রাখতে পারেননিষ। কান্নায় ভেঙে পড়েছেন, ফের শক্ত হয়ে বলেছেন , এর দায় কে নেবে? ক্ষতিপূরণ দাবি করেন তাঁরা। প্রসঙ্গত এদিন এই দুই ব্য়ক্তির শবদেহ নিয়ে শ্মাশানে যাওয়ার পথে, বিজপির সঙ্গে পুলিশের ফের একপ্রস্থ যুদ্ধ বাধে।