দুর্গাপুজো-কে ঘিরে থাকা বাঙালির আবেগের নানা দিককে তুলে আনছে এশিয়ানেট নিউজ বাংলা। এই বছরের পুজোয় এশিয়ানেট নিউজ বাংলা নিয়ে এসেছে এমন এক শারদ সম্মান যা সম্মান জানাবে বাংলার পুজোকে। আর এই সম্মানের নাম দেওয়া হয়েছে 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'। এই শারদ সম্মানে যেমন সম্মানিত হবে কলকাতা ও জেলার ক্লাবের পুজোগুলি, তেমনি সম্মান জানিয়ে কুর্ণিশ জানানো হবে বারোয়ারি থেকে শুরু করে ফ্ল্যাটবাড়ির পুজো-কেও। এছাড়াও বিশেষভাবে সম্মানিত করা হবে কলকাতা ও জেলায় ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহী বনেদিবাড়ির পুজোগুলিকেও। তাই এই শারদ সম্মানে অংশগ্রহণ করতে দেখে নিন এই ভিডিওটি-