প্রশান্ত কিশোরের থেকে পরামর্শ নেওয়াটা সততা হলে মুকুল রায়ের পরামর্শ নেওয়া কেন বেইমানি? এই ভাষাতে সরাসরি নিজের দলের শীর্ষ নেতৃত্বকেই আক্রমণ করলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। শুধু তাই নয়, প্রশান্ত কিশোরকে জনগনের টাকা থেকেই রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে চার- পাঁচশো কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিধাননগরের মেয়র।
সব্যসাচীর অবিলম্বে দল ছাড়া উচিত বলে এ দিন মন্তব্য করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁকে ভবিষ্যতে 'মীরজাফর' বলা হবে বলেও মন্তব্য করেন পুরমন্ত্রী। তার জবাবে সব্যসাচী দত্ত বলেন, দলের যদি তাঁকে নিয়ে সমস্যা থাকে, তাহলে তা লিখিতভাবে তাঁকে জানানো হোক। তিনি যে নিজে থেকে মেয়র পদে ইস্তফা দেবেন না বা দল ছাড়বেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন সব্যসাচী।