দাউদাউ করে জ্বলছে আগুন স্কুল বাসে , বাসটি জোকা দিল্লি পাবলিক স্কুলের, অল্পের জন্য রক্ষা পেলেন চালক এবং সঙ্গী |
দাউদাউ করে জ্বলছে আগুন স্কুল বাসে , বাসটি জোকা দিল্লি পাবলিক স্কুলের, বেগতিক দেখে বাস দাঁড় করিয়ে দেন চালক, অল্পের জন্য রক্ষা পেলেন চালক এবং সঙ্গী, সোমবার দুপুর সওয়া ১টা নাগাদ এই ঘটনা ঘটে, বাসে তখন কোনও স্কুলপড়ুয়া ছিল না, মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ওই আগুন