২০ জুন দিনটি পশ্চিমবঙ্গ দিবস পালনের দাবি জানিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ দিবস পালনের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়েই এবার সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 'যারা বাংলা ভাগের কথা বলে তাঁদের মুখে এই কথা মানায় না', এমন কথাই বলতে শোনা গেল ব্রাত্য বসুকে। যারা বাংলার ইতিহাস সঠিকভাবে জানে না তারা কিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা বলে, এমনই নানান মন্তব্য করতে শোনা গেল তাঁকে। ভ্যাক্সিন পাঠানো নিয়ে কেন্দ্রকে বিঁধতেও ছাড়লেন না তিনি।