রাজ্যপাল জগদীপ ধনখড়কে ট্যুইট করেন জয়প্রকাশ মজুমদার। সেই টুইট নিয়েই এবার ব্যাখ্যা করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সল্টলেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যপালকে নিয়ে তাঁর করা টুইট প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন, 'রাজ্যপালের পোস্ট সম্মানীয় পোস্ট'-জয়প্রকাশ মজুমদার।
রাজ্যপাল জগদীপ ধনকরকে ট্যুইট করেন জয়প্রকাশ মজুমদার। সেই টুইট নিয়েই এবার ব্যাখ্যা করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সল্টলেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যপালকে নিয়ে তাঁর করা টুইট প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন, 'রাজ্যপালের পোস্ট সম্মানীয় পোস্ট'-জয়প্রকাশ মজুমদার। এছাড়াও তিনি বলেন 'নজরদারি করতে এসেছেন রাজ্যপাল, খবরদারি নয়'। 'রাজ্য-রাজ্যপালের সংঘাতের জেরে সাধারণ মানুষের ক্ষতি'। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই নানান মন্তব্য় করেন তিনি। সব বিবাদ মিটিয়ে নেওয়ার কথাই বললেন জয়প্রকাশ মজুমদার। একাধিক বিযয় নিয়ে এদিন কথা বলেন তিনি। তিনি সাফ জানিয়ে দেন এতে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে। পাশাপাশি তিনি এও বলেন একজন রাজ্যপাল কোনও দলের হয়েই কাজ করেন না। বিজেপির তাঁর কথায় সমর্থন করারও কিছু নেই বলেই সাফ জানিয়ে দেন জয়প্রকাশ মজুমদার। তিনি এও জানান, এই ধরনের কথা বিজেপিরই ক্ষতি করছে। তৃণমূল প্রসঙ্গে তিনি বলেন সাধারণ মানুষের মনে হয়েছে তাই তৃণমূল আবারও ফিরেছে।