নিম্নচাপের জেরে জেলায় জেলায় টানা বৃষ্টি। টানা বৃষ্টিতে জলমগ্ন পানিহাটি, সোদপুর সহ একাধিক এলাকা। কলকাতায় আলিপুরের একাধিক জায়গা জলমগ্ন। বৃষ্টির জেরে রাস্তায় যানবাহনও তুলনামূলক অনেকটা কম।
নিম্নচাপের জেরে জেলায় জেলায় টানা বৃষ্টি। টানা বৃষ্টিতে জলমগ্ন পানিহাটি, সোদপুর সহ একাধিক এলাকা। কলকাতায় আলিপুরের একাধিক জায়গা জলমগ্ন। বৃষ্টির জেরে রাস্তায় যানবাহনও তুলনামূলক অনেকটা কম। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। ইতিমধ্যেই জল নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সপ্তাহের প্রথম দিনেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রসঙ্গত, আবহাওয়া দফতর সূত্রে ইতিমধ্যেই জানা গিয়েছে ঘূর্ণিঝড় নিয়ে যাবতীয় উৎকণ্ঠার কিছুটা স্বস্তি মিললেও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। যার জেরে টানা বৃষ্টি হচ্ছে বঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় টানা বৃষ্টি হচ্ছে শনিবার রাত থেকে। যার জেরে ইতিমধ্যেই কলকাতা সহ আশপাশের বগু জায়গায় ইতিমধ্যে জল জমে গিয়েছে। যে কারণে সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের।