রং মিলল না গোলাপি ইডেনে। ম্যাচিং না পরেই ইডেন গার্ডেন্সে শোভন-বৈশাখী। দুই অপরিচিতকে দেখে কৌতূহলের শেষ ছিল না বাংলাদেশিদের মনে। কে ইনি জানতে সাংবাদিকদের প্রশ্নই করে ফেললেন একজন। চটজলদি উত্তরে সাংবাদিক জানালেন , ইনি কলকাতার প্রাক্তন মেয়র। প্রেমে খুব বিশ্বাসী। মুখ ঘুরিয়ে বক্তাকে দেখলেও মুচকি হাসি দিয়েই বেরিয়ে গেলেন শোভন চট্টোপাধ্যায়।
রং মিলল না গোলাপি ইডেনে। ম্যাচিং না পরেই ইডেন গার্ডেন্সে শোভন-বৈশাখী। দুই অপরিচিতকে দেখে কৌতূহলের শেষ ছিল না বাংলাদেশিদের মনে। কে ইনি জানতে সাংবাদিকদের প্রশ্নই করে ফেললেন একজন। চটজলদি উত্তরে সাংবাদিক জানালেন , ইনি কলকাতার প্রাক্তন মেয়র। প্রেমে খুব বিশ্বাসী। মুখ ঘুরিয়ে বক্তাকে দেখলেও মুচকি হাসি দিয়েই বেরিয়ে গেলেন শোভন চট্টোপাধ্যায়। বুঝিয়ে দিলেন গোলাপি ইডেনে ঢোকার আগে প্রেমিক তকমায় চটেননি তিনি। অতীতে কলকাতার প্রাক্তন মেয়র ও মিল্লি আল আমীন কলেজের প্রাক্তন অধ্য়ক্ষকে রং মিলিয়ে জামা কাপড় পরতে দেখা গেছে। যেখানেই গেছেন ম্যাচিং পরিধানে ভালো মানিয়েছে দুজনকে। কিন্তু এদিন ইডেনে ঢোকার আগে ছন্দপতন। ফুল ডেনিম ব্লু শার্টের সঙ্গে মোদী জ্যাকেট পরেছিলেন শোভন। যার সাদার ওপর ছিল কালো ব্লক। অন্য দিকে,কালো চকচকে লম্বা পোশাকে ধরা দিলেন বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়।