হাতে আর মাত্র কটা মাসের অপেক্ষা আর তার পরেই ভোট। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। জোর কদমে চলছে এখন ভোটের প্রস্তুতি। সেই সমস্ত খতিয়ে দেখতেই রাজ্যে ফের এলেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। গত মাসেও তিনি এসেছিলেন বাংলায়। এবার তিনি আরও এখবার এলেন বাংলায়। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত চলবে বৈঠক। জেলার ডি এম ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক তাঁর। সুস্ঠভাবে ভোটের জন্যই তিনি এই বৈঠক করছেন বলে জানা গিয়েছে।