হাতে মাত্র তিনমাস। ফলেই ব্যস্ততা এখন তুঙ্গে। রথযাত্রার পূর্ণলগ্নেই কলকাতার বড় বড় পুজো কমিটি সেরে ফেললেন খুঁটিপুজোর পর্ব। সেই তালিকা থেকে বাদ পরল না বেহালার বরিশা সার্বোজনীন ক্লাবও। বৃহস্পতিবার মহাসমারহে হয়েগেল এই ক্লাবের খুঁটিপুজো। উপস্থিত ছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও।
খুঁটিপুজো মানেই ঢাকে পরল কাঠি, পুনরায় মনে করিয়ে দেওয়া দিন গুণছে শহর কলকাতা। এদিন তনুশ্রী চক্রবর্তীর মুখেও একই কথা শোনা গেল। চলতি বছরে এই তার প্রথম খুঁটিপুজোয় আসা। বিগত ছয় বছর ধরে শহরের প্রথম সারিতে থাকা পুজোকমিটির তালিকায় উঠে আসা বরিশা সার্বোজনীনের ঝুলে এবারেও নয় চমক। জানালেন পুজোকমিটির কোষাধ্যক্ষ।