ছট পুজোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রবীন্দ্র সরোবর চত্বর। জাতীয় পরিবেশ আদালতেরনির্দেশ মেনে এ দিন আগে থেকেই রবীন্দ্র সরোবরের সবকটি গেট আটকে দিয়েছিল কেএমডিএ কর্তৃপক্ষ। ফলে ছটপুজো করতে এসে ভিতরে ঢুকতে পারেননি কেউই। এই নিয়ে শুরু হয় বিক্ষোভ। রবীন্দ্র সরোবরের নিরাপত্তারক্ষী এবং প্রাতঃপ্রমণকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ছট পুজো করতে আসা পুণ্য়ার্থীরা। একটা সময়ে গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েন কিছু পুণ্যার্থী।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সব পুণ্যার্থীকেই ভিতর থেকে বের করে দেওয়া হয়। রবীন্দ্র সরোবরে কাউকেই পুজো করতে দেওয়া হয়নি। এর পরে সবকটি গেটেই ফের তালা দিয়ে পুলিশবাহিনী মোতায়েন করে দেওয়া হয়। প্রতিবাদে রবীন্দ্র সরোবরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পুণ্যার্থীরা।