পুজোর তোরজোড় শুরু হয়ে গিয়েছে। এখন পাড়ায় পাড়ায় চলছে খুঁটিপুজো। তবে ঠাকুরপুকুর ক্লাব অভিনব কায়দায় খুঁটিপুজো করল। এবার এই ক্লাবের পুজো ৭০ বছর পূর্ণ করছে। তাই থিমেও রয়েছে বিশেষ চমক।
তবে আজকের খুঁটির পুজোর অভিনবত্ব ছিল নজর কাড়া। একটি খুঁটিকে ডাকের সাজিয়ে দুর্গা প্রতিমার রূপ দেওয়া হয়েছে। সেই প্রতিমাকেই আজ রবিবার পুজো করা হয়। এমন অভিনব খুঁটিপুজোয় ভিড় জমান পাড়ার বাসিন্দারা। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যমণ্ডলী। এই ক্লাবে এবারের থিমে সমাজের অনবরত হয়ে চলা নারী নির্যাতনের চিত্রটাই ধরা পড়বে।