ব্রিজের রেলিং থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। নিউটাউনের আকন্দ কেশরী ব্রিজ থেকে ঝুলতে দেখা যায় দেহ। অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। টেকনোসিটি থানায় পুলিশ গিয়ে উদ্ধার করে মৃতদেহটি। কীভাবে মৃত্যু হয়েছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে সেখানকার স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি ঝুলতে দেখেন। সঙ্গে সঙ্গেই তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।