রাজধানীতে গেলেন তিন বিজেপি সাংসদ। বুধবার সকালেই তাঁদের দেখা গেল কলকাতা বিমানবন্দরে। তাঁরা হলেন অর্জুন সিং, সৌমিত্র খাঁ এবং নিশীথ প্রামানিক। বৈঠকের উদ্দেশ্যেই রাজধানীতে যাচ্ছেন তাঁরা, জানালেন সৌমিত্র খাঁ। রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একাধিক মন্তব্য করতে শোনা গেল তাঁকে। যাদের মেরুদন্ড নেই তাঁরা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যাবে। সেই সঙ্গেই তিনি জানান, বদলুকে বাংলার মানুষ মেনে নেবে না।