ঠিক যেন ছোট্ট বিরাট, বেহালার এই খুদের ব্যাটিংয়ে অবাক কোহলিও, দেখুন ভিডিও

  • বেহালার বিস্ময় প্রতিভা শেখ শাহিদ
  • তিন বছরের শিশুর ব্যাটিং স্টাইল অবিকল বিরাট কোহলির মতো
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যাটিংয়ের ভিডিও
  • ব্যাটিং দেখে ভারত অধিনায়ক নিজেও অবাক হয়ে যান 

এখনও মুখের কথা স্পষ্ট হয়নি। কিন্তু ব্যাট হাতে দাঁড়ালে সেই একরত্তিকেই যেন বিরাট কোহলি মনে হয়। বিরাটের সঙ্গে তার এতটাই মিল যে তার ব্যাটিংয়ের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্য়াল মিডিয়ায়। ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন, কেভিন পিটারসনদের হাতে ঘুরে সেই ভিডিও চোখে পড়ে বিরাটের। খুদের ব্যাটিং দেখে অবাক হয়ে যান ভারত অধিনায়কও, জানতে চান তার পরিচয়। 

শেষ পর্যন্ত জানা যায়, তিন বছরের ওই শিশুর নাম শেখ সাহিদ। সে কলকাতার বেহালার মুচিপাড়ার বাসিন্দা। অভাবী পরিবারের সন্তান সাহিলের মধ্যে যে অন্য প্রতিভা রয়েছে, বছরখানেক আগেই বুঝে গিয়েছিলেন তার বাবা শেখ সামশের। পেশায় ক্ষৌরকার সামশের জানিয়েছেন, গত বছর বিশ্বকাপের আগে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন তাঁর সঙ্গে খেলা দেখছিল সাহিদ। হঠাৎই খেলতে চায় সে। তখনই টিভিতে বিরাট কোহলির ব্যাটিং দেখে ছোট্ট ব্য়াট নিয়ে তাঁকে নকল করা শুরু করে শাহিদ। দু' বছর বয়সি ছেলের ব্যাটিং দেখে অবাক হয়ে যান তার বাবাও। এর পর থেকেই বাড়ির ছাদে নেট লাগিয়ে শাহিদকে ব্যাটিং প্র্যাক্টিস করাতে শুরু করেন শামসের। কিছুদিন পর ছেলেকে প্রশিক্ষক অমিত চক্রবর্তীর অধীনে ভর্তি করে দেন শামসের। অত ছোট শিশুকে কেউ ভর্তি নিতে না চাইলেও শাহিদের প্রতিভা দেখে তাকে প্রশিক্ষণ দিতে রাজি হন অমিতবাবু। অনেক কষ্টে ছেলেকে ক্রিকেটের সরঞ্জাম কিনে দেন সামশের। সোশ্যাল মিডিয়ায় শাহিদকে নিয়ে শোরগোল পড়ে যাওয়ার পর শিশুটিকে বিনামূল্যে প্রশিক্ষণ দিতে রাজি হয়েছেন বাংলার প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। খেলার যাবতীয় সরঞ্জামও শাহিদকে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সামান্য আয় করে সংসার চালানো সামশের ছেলেকে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছেন। ছেলেকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নিয়ে যেতে চান সামশের। ছোট্ট শাহিদকে প্রশ্ন করলেও সে বলে, বড় হয়ে বিরাট হতে চায়। 

04:53Suvendu Adhikari : পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত! দেখুন03:44Suvendu on Bangladesh : 'হাসিনাকে চাই! ইউনূসের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন শুভেন্দু05:18Suvendu Adhikari : 'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' আরজি কর কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু04:10Kolkata : এরা মুক্তিযোদ্ধা! মুখে নেই হিংসার সমালোচনা! শুধুই দুষলেন ভারতীয় মিডিয়াকে03:39Vijay Diwas 2024 : অশান্ত বাংলাদেশ! মহাসমারোহে ৭১-এর বিজয় দিবস পালন কলকাতার ফোর্ট উইলিয়ামে09:19'ফিরহাদ হাকিম সুরাবর্দীর স্বপ্নকে বাস্তবায়িত করতে চাইছে' ক্ষোভ উগরে যা বললেন শমীক ভট্টাচার্য07:16Suvendu on Firhad : 'ভয়ঙ্কর কথা, বাংলাদেশ বানানোর চেষ্টা করছে' ফিরহাদকে পাল্টা শুভেন্দুর02:46Firhad Hakim : আজ আমরা সংখ্যালঘু, উপরওয়ালার আশীর্বাদে আমরা একদিন সংখ্যাগুরু হব : ফিরহাদ04:46'পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ ভুয়ো ভোটার' বিস্ফোরক অভিযোগ করলেন সুকান্ত মজুমদার03:09Kolkata : বড় মোড়! ভ্যাটে যুবতীর কাটা মুণ্ডু! কোথায় দেহের বাকি অংশ? গ্রেফতার জামাইবাবু