তৃণমূলের এজেন্টের মুখে মাস্ক-এ লেখা জয় বাংলা। এমনই ছবি ধরা পড়ল বেহালা পূর্ব ১১৬ নম্বর ওয়ার্ডে। এই ঘটনা ঘিরে তুলকালাম পরিস্থিতি।
তৃণমূলের এজেন্টের মুখে মাস্ক-এ লেখা জয় বাংলা। এমনই ছবি ধরা পড়ল বেহালা পূর্ব ১১৬ নম্বর ওয়ার্ডে। এই ঘটনা ঘিরে তুলকালাম পরিস্থিতি। এরই প্রতিবাদ জানায় বিজেপি। বুথের সামনেই তৃণমূল-বিজেপির বচসা বেধে যায়। বিজেপির অভিযোগ তৃণমূলের এজেন্ট জয় বাংলা মাক্স পড়ে প্রচার করছে বুথের ভিতর। পাশাপাশি বিজেপির আরও অভিযোগ এজেন্ট রিলিভার দু'জনে একসঙ্গেই বুথের মধ্যে বসে রয়েছে। সেই ছবি ধরা পড়ল ক্যামেরাতেও এবং বিজেপি প্রতিবাদ করলে বুথের সামনেই তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বেধে যায়। । প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই শুরু কলকাতা পুরভোট। কড়া নিরাপত্তায় কলকাতায় শুরু পুরভোট। মোট ১৪৪ টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। মোতায়েন রয়েছে সাড়ে ২৩ হাজার পুলিশ। চলছে স্পেশাল কুইক রেসপন্স টিমের নজরদারি। তার মধ্যেই বেশ কিছু জায়গায় অশান্তির ছবি উঠে আসে। বেশ কিছু জায়গায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠেছে।