অফিস টাইমে যারা বাসে-ট্রেনে নিত্য যাতায়াত করেন, তারা কম-বেশি অনেকেই ভীড় বাসের পরিস্থিতির বিষয়ে খুব ভালো করেই জানেন।
অফিস টাইমে যারা বাসে-ট্রেনে নিত্য যাতায়াত করেন, তারা কম-বেশি অনেকেই ভীড় বাসের পরিস্থিতির বিষয়ে খুব ভালো করেই জানেন। প্রতিদিন কত সমস্যার মধ্যে দিয়ে কর্মস্থলে পৌঁছতে হয় সাধারণ যাত্রীদের। তবে ভীড় বাসের এমন দৃশ্য কী কেউ চাক্ষুশ করেছেন কখনও। যদি না করে থাকেন তবে অবশ্যই দেখে নিন।
ফেসবুক খুললেই দেখা যাচ্ছে এই দৃশ্য। যাত্রী বোঝাই বাসে মহিলাদের বসার জায়গা কেন্দ্র করে শুরু হয় এই ঝামেলা। চিৎকার চেঁচামেচি এরপরেই তা পরিণত হয় মারামারিতে। ফেসবুকে আপাতত ভাইরাল এই বাসের এই দৃশ্য। বাসে থাকা কোনও যাত্রী তার ফোনে এই ভিডিওটি করেছেন। অয়ন রায় নামের একটি প্রোফাইল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।