রাজ্য বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু। 'রাজ্য বাজেটে শুধুই কেন্দ্রের নিন্দা', বললেন শুভেন্দু। 'কত টুপি আর বাংলার লোককে পরাবেন', প্রশ্ন শুভেন্দুর। 'প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম পাল্টে দিয়েছে রাজ্য সরকার’।
রাজ্য বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু। 'রাজ্য বাজেটে শুধুই কেন্দ্রের নিন্দা', বললেন শুভেন্দু। 'কত টুপি আর বাংলার লোককে পরাবেন', প্রশ্ন শুভেন্দুর। 'প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম পাল্টে দিয়েছে রাজ্য সরকার’। মদ বিতরণের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী, বললেন শুভেন্দু। বেকারদের চাকরি নেই, মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শুভেন্দু। এছাড়াও একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর। তিনি আরও বলেন, 'এই বাজেটের কোনও দিশা নেই। সরকারির ভুল-ত্রুটি ধরানোর কাজই বিরোধীদের। ভোট নেই, তাই বাজেটে কোনও প্রতিশ্রুতি নেই। সুযোগ থাকলে তথ্য দিয়ে বিজেপি বোঝাবে এই বাজেট শুধু রাজনৈতিক বাজেট'। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সম্পর্কে শুভেন্দু বলেন, 'বার্ধক্য ভাতা নিয়ে মিথ্যা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বার্ধক্য ভাতায় ৮০০ টাকা দেয় কেন্দ্র, রাজ্য দেয় ২০০ টাকা। উত্তরপ্রদেশে ৩ কোটি মানুষ এই ভাতা পান। অথচ মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ছাড়া এই ভাতা কোথাও পাওয়া যায় না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এলাকায় ১ লক্ষ ২৫ হাজার টাকার বাড়ি। প্রধানমন্ত্রীর আবাস যোজনার কথা উল্লেখ না করে রাজ্যের প্রকল্প বলে উল্লেখ। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনাকে খাদ্যসাথী প্রকল্প বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'