আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আপতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা। আগামী তিনদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তিনদিন পর থেকে রাতের তাপমাত্রা বাড়বে। দার্জিলিং-এ আগামী ২৪ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা।
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টির কোন সম্ভাবনা নেই, জানাল আলিপুর আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। রাতের তাপমাত্রা কমার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতোই শুক্রবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে বঙ্গে। আগে থেকে বলা হয়েছিল আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বঙ্গে। আগামী তিনদিন তেমন কোনও তাপমাত্রার পরিবর্তন হবে না। এখন যেমনটা আছে এটাই থাকার সম্ভাবনা আছে বঙ্গে। তিনদিন পর থেকে রাতের তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জেলাতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১ তারিখ থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এখন যেই তাপমাত্রা টা আছে সেটাই বজায় থাকবে। তিন দিন পর থেকে রাতের তাপমাত্রা বাড়বে। তবে এই মুহূর্তে কোনও রকম সর্তকতা নেই।