আবহাওয়া দফতর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বঙ্গোপসাগরীয় নিম্নচাপ দুর্বল হওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। অন্য দিকে তাপমাত্রা বাড়বে বা়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে সুখবর রয়েছে উত্তরের জন্যে। আজ থেকে ২৭ জুন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। হাওয়া অফিসের খবর, ওপরের ৫ জেলা তথা দার্জিলিং,জলপাইগুড়ি,কলিম্পং,কোচবিহার,
আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা। এই বর্ষণের কারণ হিসেবে আবহাওয়া দফতর থেকে জানানো হচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে উত্তরবঙ্গে ও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের উপরে।