চল্লিশ, পঞ্চাশ নয়। একেবারে ১০২ কেজির বাঘা আড়। আর তা ঘিরেই শনিবার সকাল থেকে হইচই কাণ্ড জলপাইগুড়ির স্টেশন বাজারে। একে উইকেন্ড, তার উপরে বিশালাকৃতি মাছ। আর তা দেখতে এবং কিনতে মাছ বিক্রেতা জ্যোতিষ রায়ের দোকানে উপচে পড়া ভিড় উৎসুক জনতার। কিন্তু সাধ থাকলেই তো হলনা, দামে যে টাটকা ইলিশের সঙ্গে পাল্লা দিচ্ছে তিস্তার বাঘা আড়। কেজি প্রতি ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হল দৈত্যাকার মাছটি।
শুক্রবার গজলডোবা পর্যটন হাব সংলগ্ন তিস্তা নদীতে এই মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ে। ৬০০ টাকা কেজি দরে সেটি কেনেন জলপাইগুড়ির মাছ বিক্রেতা জ্যোতিষবাবু। শুক্রবার আর মাছটি বেচেননি তিনি। শনিবার চড়া দামে তা বিক্রি করা হয়। তিস্তায় আগে নিয়মিত বাঘা আড়ের দেখা মিললেও ইদানিংকালে এমন প্রমাণ সাইজের মাছের দেখা পাওয়া যায়নি।