হেডলাইন স্টোরি: ইট বৃষ্টির সামনে ভারতী, মাথা ফাটল রক্ষীর

  • ভোট শুরু হতেই কেশপুরে আক্রান্ত হয়েছিলেন ভারতী ঘোষ
  • এবার সেই কেশপুরেই মাথা ফাটল ভারতী ঘোষের নিরাপত্তারক্ষীর
  •  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শূন্যে গুলি চালাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে

 

এ দিন সকাল থেকেই উত্তপ্ত ছিল ঘাটালের কেশপুর। সেখানে তাঁর এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ভারতী। দোগাছিয়ায় ভোট লুঠ হচ্ছে বলে অভিযোগ পান ভারতী। তিনি সেখানে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভারতীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ভারতী এবং তাঁর নিরাপত্তরক্ষীদের ঘিরে ধরে শুরু হয় ইটবৃষ্টি। ভাঙা হয় ভারতী এবং পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। ভারতীর এক নিরাপত্তারক্ষীরও মাথা ফেটে যায়। শূন্যে গুলি চালিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করে ভারতীকে সেখান থেকে বের করে নিয়ে আসেন সিআইএসএফ জওয়ানরা। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ছোড়া গুলিতে আহত হন এক গ্রামবাসী। তিনি সেখানে ভোট দিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। ভারতীর নির্দেশেই গুলি চালানো হয় বলে অভিযোগ আহতের পরিবারের। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়। 

এ দিকে ভারতীর বিরুদ্ধেই এ দিন পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। একটি বুথে ঢুকে তিনি মোবাইলে ভিডিও রেকর্ডিং করেন বলে অভিযোগ। ভারতীর পাল্টা দাবি, নির্বাচন কমিশন তাঁর অভিযোগে সাড়া দিচ্ছে না। প্রমাণ সংগ্রহেই তিনি ভিডিও রেকর্ডিং করেন বলে দাবি বিজেপি প্রার্থীর।

12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন02:12চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ভারত-বাংলাদেশ বর্ডারে, স্লোগান বাংলাদেশের পুলিশদের উদ্দেশ্যে